• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

এড. সালেহ চৌধুরীকে সিলেট জেলা বার আইনজীবী কর্তৃক সংবর্ধিত

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৩
এড. সালেহ চৌধুরীকে সিলেট জেলা বার আইনজীবী কর্তৃক সংবর্ধিত

এড. সালেহ চৌধুরীকে সিলেট জেলা বার আইনজীবী কর্তৃক সংবর্ধিত,জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় এডভোকেট এম এ সালেহ চৌধুরী সিলেট জেলা বার আইনজীবীর পক্ষ থেকে সংবর্ধান প্রদান করা হয়েছে। (১ জানুয়ারি) দুপুর ২টায় ৫নং বার হলে ফুলেল দিয়ে সংবর্ধনা জানান বার আইনজীবীর নেতৃবৃন্দ।

সিনিয়র আইনজীবী মিছবাউর রহমান আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শামসুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ কে এম শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক অশক পুরকায়স্থ,  এডভোকেট এমদাদুর রহমান, এডভোকেট মোঃ জালাল উদ্দিন, এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, এডভোকেট কবির আহমদ বাবর, এডভোকেট সাইফুল ইসলাম, সন্ত্রাস বিরোধী ট্রাইবোনালের পিপি অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু, এডিশনাল পিপি বিপ্লব কান্তি দেব মাধব, সিলেট জেলা টেক্সেস বারের জয়েন্ট সেক্রেটারী এডভোকেট শফিকুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট কবির আহমদ, এডভোকেট মান্না দে, এডভোকেট সুলতান রাজিয়া ডলি, এডভোকেট আতিকুর রহমান সাভু, ইদি আমিন লিয়ন প্রমুখ।

নেতৃবৃন্দ এডভোকেট সালেহ চৌধুরী উত্তর উত্তর মঙ্গল কামনা করেন।

বার পড়া হয়েছে।