
রাইজিংসিলেট- জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘোষণা করেছে, প্রতি মাসের দ্বিতীয় বুধবার অংশীজনদের নিয়ে একটি নিয়মিত মতবিনিময় সভা আয়োজন করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিরা কাস্টমস, আয়কর এবং ভ্যাট সংক্রান্ত মাঠপর্যায়ের সমস্যাগুলো সরাসরি এনবিআর চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যদের সামনে তুলে ধরতে পারবেন।
এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসের সভাটি অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর, বিকেল ৩টায়, এনবিআরের মাল্টিপারপাস হলরুমে।
সভায় অংশ নিতে আগ্রহীদের একটি নির্দিষ্ট গুগল ফরম পূরণ করে জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।
এ ধরনের সভার মাধ্যমে এনবিআর মাঠপর্যায়ের বাস্তব সমস্যাগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে এবং প্রয়োজনীয় সমাধানমূলক পদক্ষেপ নিতে পারবে বলে আশা করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।