raising sylhet
ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

এবার পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহে ‘তুফান’

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৬, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

এবার পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। এমনটাই নিশ্চিত করেছে ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই।

প্রযোজনা প্রতিষ্ঠানের পাঠানো টালিখাতা থেকে জানা গেছে ‘তুফান’ পাকিস্তানের প্রায় সবগুলো উল্লেখযোগ্য শহরে মুক্তি পাচ্ছে। এরমধ্যে রয়েছে করাচি, লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ বিভিন্ন শহরে।

পাকিস্তান ফিল্ম সেন্সরবোর্ড থেকে এরমধ্যে ছাড়পত্র পেয়েছে ছবিটি। পুরো ছবি ডাবিং করা হয়েছে উর্দুতে।

এর আগে বাংলাদেশের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরই ধারাবাহিকতায় আগামী ১ নভেম্বর এটি পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে। নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফী। নির্মাতা বলেন, শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি আমাদের জন্য বেশ ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে।

২৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।