
আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর নিয়ামতপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ৪৬ নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম,এমপি নির্বাচিত হলে ঢাকায় নয় এলাকায় থাকবো আমি এবং সুখে দুখে জনগণের পাশে থাকবো এমন প্রতিশ্রুতি দেন এমপি প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম কথা গুলো তিনি নিয়ামতপুরে তার নির্বাচনী গণসংযোগে বলেছেন।
শুক্রবার (২৭ জুন) সারাদিন ব্যাপী ২ শতাধীক মোটরসাইকেল নিয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর গুজিশহর ও বাহাদুরপুর ইউনিয়ন এর বিভিন্ন মোড় ও বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন।
এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার জনগণকে সাথে নিয়ে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাবো যাতে করে দেশের একটি মডেল আসনে রুপ নেয় এই আসনটি। এমপি নির্বাচিত হলে ঢাকায় নয় এলাকায় থেকে জনগণ এর সুখে দুখে পাশে থাকবো। যেকোন সমস্যায় যেন এলাকার জনগণ আমাকে পাশে পায়। তিনি আরো ও বলেন আমি আশাবাদী আমার সাথে তিন উপজেলার জনগণ সাথে থাকবে এবং দোয়া ও সহযোগিতা করবে।
নির্বাচনী গণসংযোগে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ামতপুর উপজেলা আমির মাও: নওশাদ আলী, উপজেলা সেক্রেটারি, মাও: আফজাল হোসেন, ও দেলোয়ার হোসেন, সহ স্থানীয় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।