রাইজিংসিলেট- প্রায় দুই দশক পর সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে দিলোয়ার হোসেন রাহি-কে সভাপতি ও হাবিবুল ইসলাম হাবিব-কে সাধারণ সম্পাদক করা হয়।
শুক্রবার (২২ মার্চ) রাতে সিলেট মহানগর ছাত্রলীগ সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো: নাঈম আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এক বছর মেয়াদি এমসি কলেজে ১১০ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যানারা হলেন-সিনিয়র সহ-সভাপতি শাহ রোখনুজ্জামান রোখন, সহ-সভাপতি রিগান সরকার, ওহিদুজ্জামান, আব্দুল কাদির, আল মুবিন চৌধুরী, হোসাইন আহমদ রুমন, আশরাফ উদ্দিন, রিয়াদুল গনি, শোভন দাস রনি, নিপু মিয়া, রুহুল আমিন, পরশ তালুকদার, মো: আপন মিয়া, কাওছার আহমদ, মো: একবাল আহমদ, নিদান চন্দ্র সরকার, আল-আমিন আহমেদ, শাহিন চৌধুরী, মো: রায়হান আহমদ, চন্দন বৈদ্য, মো: মাহফুজ আহমেদ, জুবায়ের আহমদ পলক, সালমান আফ্রিদি, মো: আলী আহমদ, আসাদ উল্লাহ, প্রনব চন্দ্র বৈষ্ণব, সাকিরুজ্জামান, জাহেদ হোসেন তালুকদার, সুয়েব আহমদ, বদরুল হুদা, আসাফ নাইম, মিফতাহুল ইসলাম, চৌধুরী, ইকবাল হোসেন, সজিব আহমেদ, দিব্য দে, মো: মাহাবুর আলম (তন্ময়), যুগ্ম সাধারণ সম্পাদক জুবের আহমদ, টেলেন্ট কান্তি দাস, সাব্বির আহমদ শুভ, কাওছার আহমেদ, জয়নাল আবেদিন জহিরুল, হক নেওয়াজ সিদ্দিকী, অনুজ কান্তি দাস, আল-আমিন মোসাব্বির, মিনহাজুল ইসলাম সোহাগ, ইব্রাহিম চৌধুরী সিয়াম, সাংগঠনিক সম্পাদক মো: তাজিম উদ্দিন খান, তুহিন আহমদ, রুবেল খান, রাশেদ ফারুক, সুজাত আহমদ, রেদোয়ান আহমদ, শেখ রাসেল, মো: এহসানুল হক, সবুজ মিয়া, প্রচার সম্পাদক ফরহাদুল ইসলাম চৌধুরী, উপ প্রচার সম্পাদক শাহরিয়ার আকন্দ পরশ, সাইদুর রহমান অন্তর, দপ্তর সম্পাদক জলাল আহমদ সিদ্দিক, উপ দপ্তর সম্পাদক জাহিদ হাসান, আবু সুফিয়ান চৌধুরী মিজান, গ্রন্থনা ওপ্রকাশনা সম্পাদক আহমেদ আল নাহিয়ান চৌধুরী, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শুভ তালুকদার, আল-আমিন এহসান, শিক্ষা বিষয়ক সম্পাদক রাশেদ হোসাইন সাবলু, উপ শিক্ষা বিষয়ক সম্পাদক শান্ত সরকার, অর্থ সম্পাদক রবিন মিয়া, উপ অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রনি, আইন সম্পাদক মাজেদ আহমদ, উপ আইন সম্পাদক হামিদুল হক ফারহান, ধর্ম সম্পাদক সোহেল আহমদ, উপ ধর্ম সম্পাদক আদনান বাশার তানভীর, সাহিত্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নাঈম, উপ সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, তথ্য ও গবেষণা সম্পাদক নুরুল আমিন জনি, উপ তথ্য ও গবেষণা সম্পাদক মিঠুন চন্দ্র, ক্রীড়া সম্পাদক ছাইদ হোসেন মইন খান, উপ ক্রীড়া সম্পাদক শিহাবুর রহমান সুয়েব, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক নুরুজ্জামান রাইয়ান, উপ নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক আহমেদ মামুন, সাংষ্কৃতিক সম্পাদক শিবু দাস সুমন, উপ সাংস্কৃতিক সম্পাদক রিংকু মালাকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান মাজেদ, উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল হক সামিয়ান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জুনায়েদ রাফসান, উপ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো: রেশাদুর রহমান, পাঠাগার সম্পাদক মনসুর আহমেদ তাফাদার, উপ পাঠাগার সম্পাদক মো: ওয়ালীউর রহমান আকঞ্জি, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক নাসের মনির শিশির, উপ ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, ছাত্রী বিষয়ক সম্পাদক অদিতী সিংহা, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক পার্বতী তালুকদার, সহ-সম্পাদক এম পিনাক তালুকদার, শাহরাজ হোসেন নাঈম, আতাউর রহমান আতা, সুমন আহমদ, শিপন আহমদ, মিতহাব মাহের, কামরুজ্জামান কামরুল, ময়নুল হোসেন, নাসিম খান, সদস্য সালেহ আহমদ নোমান, স্বপন তালুকদার, খাইরুল ইসলাম দুলাল, আশিক নুর, মানিক নুর, রিয়াত আহমেদ, প্রিতম দাস।
উল্লেখ্য, ২০০৩ সালে তাজিম উদ্দিনকে সভাপতি ও সাইফুল ইসলাম টিপুকে সাধারণ সম্পাদক করে এমসি কলেজ কমিটি ঘোষণা করা হয়। ২০১০ সালের ১৩ জুলাই ছাত্রলীগ নেতা উদয়ন সিংহ পলাশ হত্যাকাণ্ডের পর কমিটি বাতিল করা হয়। এরপর ঐতিহ্যবাহী এই কলেজে ছাত্রলীগের কোনো কমিটি গঠন হয়নি।