এয়ারপোর্ট এলাকা থেকে মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৩ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, গত বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাতে নগরীর এয়াপোর্ট থানাধীন বড়শলা নতুন বাজারস্থ ঐ যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃতকে বিধি মোতাবেকআদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার হাসান মিয়া (৩৯) সিলেট জেলার মোগলাবাজার থানার সারপিং এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।