raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

এয়ারপোর্ট রোড থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই যাত্রীকে আ ট ক

rising sylhet
rising sylhet
নভেম্বর ৭, ২০২৪ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

এয়ারপোর্ট রোড থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে এয়ারপোর্ট রোডের এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

সিলেট মহাগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের এয়ারপোর্ট এলাকার এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের কাছে বাস থেকে দুই যাত্রী একটি ব্যাগসহ নামেন। এসময় পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করেন। পুলিশ তাদেরকে আটক করে তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল পায়।

Advertisements

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পুলিশকে জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলগুলো সংগ্রহ করে বিক্রির জন্য তারা সিলেট শহরে নিয়ে যাচ্ছিল।

আটকরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামের আবদুল হালিমের ছেলে আবদুল লতিফ (৩২) ও একই উপজেলার দক্ষিণ কাঠালবাড়ি গ্রামের মো. আবদুর রবের ছেলে আনোয়ার হোসেন (২৫)।

এ ঘটনায় সিলেট এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।

৪৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।