নগরীর তালতলাস্থ এলাইট ট্রাভেলসের পক্ষ থেকে সোমবার (১৯ মে) দুপুরে হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এ উপলক্ষে তালতলাস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে হজ্ব পালনের জন্য হাজীদের নিয়ে প্রশিক্ষণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এলাইট ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক খানের সভাপতিত্বে প্রশিক্ষণ পূর্ব আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আটাব সিলেট জোনের চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেদওয়ান, ছাতক হাসনাবাদ মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল হক, হজ্বের মোয়াল্লিম মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, শাহী ঈদগাহস্থ হযরত শাহ মীর (র:) মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আতিকুর রহমান, শিব্বিরিয়া লাইব্রেরির স্বত্ব¡াধিকারী মাওলানা খলিলুর রহমান, আনজুমানে তালিমুল ক্বোরআন বাংলাদেশের সেক্রেটারী ইমদাদুল হক নোমানী, শাহজালাল উপশহর এ ব্লক জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুল্লাহ, মাওলানা নোমানুল হক চৌধুরী, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হজ্ব হচ্ছে ইসলামের ফরজ বিধান। হজ্ব পালনের জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। এ জন্য হাজীদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। এ বছর এলাইট ট্রাভেলসের মাধ্যমে ১ হাজার হাজী হজ্ব পালন করবেন।