ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া সফরে এসেছে ব্রাজিল

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৩, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ads

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দুটি প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফরে এসেছে ব্রাজিল।

সোমবার (১৩ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ও মূল দল নির্বাচনের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি।

এই সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান। তবে এই ম্যাচে মাঠে নামার আগে বিশ্বকাপ ও নিজের দল নিয়ে কথা বলেছেন কার্লো আনচেলত্তি।

জাতীয় দলের প্রধান কোচ হিসেবে প্রথম পাঁচ ম্যাচে তিন জয়, এক ড্র ও এক পরাজয়—এই রেকর্ডে আনচেলত্তি ব্রাজিলকে তুলনামূলকভাবে আরও ভারসাম্যপূর্ণ করে তুলেছেন।

তবে আনচেলত্তির ভাষ্য, ব্রাজিল দল অবশ্যই সুন্দর ফুটবল খেলতে চায়, আর সেটা সম্ভবও। তবে ‘সুন্দর ফুটবল’ বলতে আপনি কী বোঝেন, সেটার ওপরও অনেক কিছু নির্ভর করে। অবশ্যই এটা নির্ভর করে খেলোয়াড়দের ব্যক্তিগত গুণমান ও তাদের প্রতিশ্রুতির ওপর। বল পায়ে যেমন সুন্দর খেলা দরকার, তেমনি বল ছাড়াও সুন্দর খেলার মানসিকতা থাকতে হবে—এটিও খুব গুরুত্বপূর্ণ।

আনচেলত্তি বলেন, আমাদের নিজেদের জন্য সেরা কৌশল বের করতে হবে। এখন থেকে নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতি পর্যন্ত আমরা কিছু বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারি এবং নতুন কিছু খেলোয়াড়কে সুযোগ দিতে পারি।

বিশ্বকাপ স্কোয়াড নিয়ে এই ইতালিয়ান কোচ বলেন, মার্চের ফিফা আন্তর্জাতিক বিরতিতে যে দল থাকবে, সেটাই বিশ্বকাপের দল হতে পারে। এই দুই দিকই আমাদের সামলাতে হবে—একদিকে দলটিকে ক্রমে আরও নির্ধারিত করা, অন্যদিকে নতুন খেলোয়াড়দের পারফরম্যান্স দেখা।

উল্লেখ্য, বাংলাদেশ সময় আগামীকাল বিকাল সাড়ে ৪টায় জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।