raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এসএমপি ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে ১০ জুয়াড়ি গ্রেফতার

rising sylhet
rising sylhet
মার্চ ২১, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

এসএমপি গোয়েন্দা শাখার (ডিবি) ও সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের পৃথক অভিযানে ১০ জুয়াড়ি গ্রেফতার  ।

বুধবার (২০ মার্চ) রাত সড়ে দশটায় দক্ষিণ সুরমা থানাধীন চাদঁনীঘাট মাছ বাজার ও রাত সাড়ে ১১টার দিকে মধ্যনগর থানার উপজেলার চামরদানী ইউনিয়নের অভিযান পরিচালনা করে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জুয়াড়ি গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জয়নাল আহমেদ (৫০), ইমাম হোসেন (৫৭), তোফাজ্জল হোসেন (৩৩), মো. আশরাফ (৫৪), আব্দুল হাফিজ (৩৯)।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, বুধবার রাতে মহানগর গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন হোটেল মারজান আবাসিক সংলগ্ন চাদঁনীঘাট মাছ বাজারে জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে ৫ জুয়াড়ি গ্রেফতার করা হয়।

অপরদিকে রাত সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের মধ্যনগর থানার একটি চৌকস পুলিশ টিম উপজেলার চামরদানী ইউনিয়নের সাড়ারকোনা গ্রামে বিশেষ অভিযান চালায়। এসময় জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার সামগ্রীসহ ৫ জুয়ারীকে গ্রেফতার করা হয়। এসময় নগদ ১৮ হাজার ৮শত টাকা উদ্ধার করে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার সাড়ারকোনা গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মো. মরম আলী(৪৩), মৃত মোহাম্মদ আলীর ছেলে নজরুল হক(৪০), আব্দুন নূরের ছেলে সবুজ মিয়া (৩৯) এবং পাশ্ববর্তী মধ্যনগর ইউনিয়নের ফারুকনগর গ্রামের আব্দুর রব তালুকদারের ছেলে মো. রনি তালুকদার(৪০) ও মোঃ আব্দুল কাদিরের ছেলে আলমগীর হোসেন(৩২)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নন এফআইআর ধারায় মামলা দায়ের করে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

১২৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।