ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

rising sylhet
rising sylhet
আগস্ট ২৭, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ads

রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির উদ্যোগ এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় সিলেট ওসমানী বিমানবন্দরস্থ এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারি ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ও মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুলতান আহমদ, প্রফেসর ড. মুহাম্মদ সামিউল আহসান তালুকদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষিত জাতিই পারে একটি দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে। আগামীর বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ আজকের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক গুণসম্পন্ন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বক্তারা আর্ত মানবতার সেবায় রোটারিয়ানদের অবদান তুলে ধরে বলেন, রোটরি ক্লাবগুলো নিজস্ব উদ্যোগে ও সামর্থ অনুযায়ী মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করছেন। সারা বিশ্বে পোলিও টিকা কার্যক্রমে অর্থায়ন করে রোটারিয়ানরা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা মানবতার সেবায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির প্রেসিডেন্ট, বাংলাদেশ বেতারের পরিচালক (অব.) ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম পিএইচএফ এর সভাপতিত্বে এবং রোটারিয়ান পিপি প্রফেসর বদরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরী, প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান জাকির আহমদ চৌধুরী, রোটারিয়ান পিপি সেলিম উদ্দিন, রোটারিয়ান পিপি কয়েস আহমদ, রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী, রোটারিয়ান ডা. আব্দুর রহিম, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শিউলি বেগম, সালেহ ইবনে শিহাব, মাওলানা সিরাজুল ইসলাম মোহাম্মদ ফজলুল করিম, স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা রাজিয়া বেগম, সিনিয়র শিক্ষক হাসমত আলী, লিপি পাল, সঞ্চিতা রানী, নিবেদিতা চক্রবর্তী, রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণীর ছাত্র হাফেজ ওয়াজিদুর রহমান এবং গীতা পাঠ করেন অষ্টম শ্রেণীর ছাত্র শিপু কুমার রঞ্জু। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃতি শিক্ষার্থীর সংবর্ধনার পূর্বে রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির উদ্যোগে স্কুলের ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কাবাডি খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। পরে বিদ্যালয়ে প্রাঙ্গণ ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ করেন অতিথিবৃন্দ। এছাড়া রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির পক্ষ থেকে অস্বচ্ছল শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।