 
ব্যক্তি নয়, দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি করতে হবে বলেন,সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও খালেদা জিয়ার উপদেষ্টা আরিফুল হক চৌধুরী । শুধু দলের নেতা নয়, জনগনের নেতা হতে হবে। জনগনের সুখে দু:খে পাশে থেকে দলের যোগ্য নেতৃত্ব গঠনের আমাদের ভূমিকা রাখতে হবে। সেই নেতৃত্বের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত করে তারুণ্যের অংহকার তারেক রহমানকে রাষ্ট্রনায়ক বানাতে হবে আমাদের। তিনি বলেন, তারেক রহমানের ঘোষণা ৩১ দফা জনগনের মুক্তির সনদ। আমরা সেই ৩১ দফা হাতে হাতে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অবিরাম কাজ চালিয়ে যাচ্ছি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় সিলেট নগরীর বৃহত্তর আম্বরখানায় বানিজ্যিক ও আবাসিক এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তর আম্বরখানার ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলী আকবর, জেলা সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপির উপদেষ্ঠা আব্দুস শুকুর, মুহিবুর রহমান, জেলা বিএনপির তাতি বিষয়ক আব্দুল মালেক, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া, জেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম, শ্রমিক দল নেতা মঞ্জুর আহমদ চৌধুরী লিটন, জুরেজ আব্দুল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ, মোঃ সিরাজ মিয়া, বাবুল মিয়া, তপু চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, মিজান, আজাদ প্রমুখ।
 
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                