ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ার্ড যুবলীগ নেতা গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৫, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ads

২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় সাবেক ওয়ার্ড যুবলীগ নেতা মো. জসিম উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তাকে শহরের বাবুরহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক ও সঙ্গীয় ফোর্স।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জসিম সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামের মৃত সরাফত আলী মালের ছেলে। তিনি ২নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক ৩ বারের সভাপতি ও কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় জসিম তার দলীয় লোকজন নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। যার ভিডিও ফুটেজ ও ছবি বিভিন্ন লোকজনের কাছে সংরক্ষিত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও তার ওইসব তথ্য পেয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, জসিম উদ্দিনকে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে হামলার ঘটনায় মামলায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।