
যশ রাজ ফিল্মসের আলোচিত সিনেমা ‘ওয়ার ২’চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল । হৃত্বিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানির উপস্থিতিতে বড় একটা প্রত্যাশা ছিল দর্শকদের মধ্যে। কিন্তু মুক্তির পর ছবিটি সেভাবে দর্শকের মন জয় করতে পারেনি। সমালোচনা বেশি, প্রশংসা কম আর বক্স অফিসেও ছিল মিশ্র প্রতিক্রিয়া।
পরিচালক অয়ন মুখার্জিকে প্রশংসা করে হৃত্বিক আরও জানিয়েছেন, পরিচালক সেটে আমার প্রতি অনেক যত্নশীল ছিলেন, সবকিছুই নিখুঁতভাবে আয়োজন করা হয়েছিল। বারবার বুঝিয়ে দেওয়া হতো, শুধু নিজের কাজটা সঠিকভাবে করতে হবে। আমি সেটাই চেষ্টা করেছি।
সেই ছবিকে ঘিরে হৃত্বিক রোশন চুপ থেকে অবশেষে ইনস্টাগ্রামে শেয়ার করলেন মনের কথা। শুটিংয়ের পেছনের কিছু মুহূর্তের সঙ্গে তিনি লিখেছেন, কবির চরিত্রে অভিনয় করা আমার জন্য ছিল এক অসাধারণ আনন্দের অভিজ্ঞতা। চরিত্রটাকে ভালো করে বুঝতে পেরেছিলাম, আর সহজভাবেই অভিনয় করতে পেরেছি। নিজের সেরাটা দিয়ে কাজ করে তারপর বাড়ি ফিরে আসা – ঠিক তেমনটাই ছিল।
‘ওয়ার ২’ সিনেমাটিতে হৃত্বিক রোশনের পাশাপাশি ছিলেন জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানি সহ অন্যান্য শিল্পীরা। সিনেমাটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি।
যদিও বক্স অফিস আয় নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি হৃত্বিক, তার পোস্ট থেকে স্পষ্ট যে তিনি বিষয়টিকে খুবই সহজভাবে নিয়েছেন। সবশেষে তিনি লিখেছেন, প্রতিটি ছবি যন্ত্রণা, ট্রমা বা কঠিন সত্যের অনুসন্ধান নয়। নিজের মধ্যে শান্তি বজায় রাখুন।