ঢাকাশনিবার , ১৬ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ওসমানী বিমানবন্দরে রিয়ালসহ প্রবাসী’র ব্যাগ গায়েব, অন্য প্রবাসী আটক

rising sylhet
rising sylhet
মার্চ ১৬, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং মেশিন থেকে ১০ হাজার ৫৩০ রিয়ালসহ সংযুক্ত আরব আমিরাত ফেরত যাত্রীর ব্যাগ চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরেক প্রবাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মৌলভীবাজারের রাজনগর থেকে তাঁকে আটক করে।

আটক দুবাইপ্রবাসী খালেদ মিয়া রাজনগরের ইউসুফ মিয়ার ছেলে।

ওইদিন সন্ধ্যায় তাঁকে নিয়ে ওসমানী বিমানবন্দরে প্রেস ব্রিফিং করেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম।

জানা গেছে, বুধবার সকালে আরব আমিরাতের শারজা শহর থেকে ওসমানী বিমানবন্দরে পৌঁছান সিলেটের কানাইঘাটের পাগু গ্রামের মো. জাকারিয়া। বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে তাঁর একটি ব্যাগ রাখার পর সেটি আর পাননি। পরদিন বৃহস্পতিবার তিনি এসএমপির বিমানবন্দর থানায় জিডি এবং পরে এপিবিএন বরাবরে ব্যাগ উদ্ধার আরেকটি আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে এপিবিএন সিসিটিভি ফুটেজ চেক করে খালেদ মিয়াকে আটক করে। খালেদও একই ফ্লাইটে দুবাই থেকে সিলেট আসেন।

১৫৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।