সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে চিহ্নিত ছিনতাইকারী সাহেদ আজ ভোর রাতে জনতা হাতে আটক হয়েছে। এসময় তার কাছে রোগীর স্বজনের চুরি হওয়া মোবাইল সহ কয়েকটি এনড্রুয়েট ফোন পাওয়া যায়।
ওসমানী মেডিকেল কলেজের চিহ্নিত মোবাইল চুরের মুল হোতা সাহেদ আহমদ জনতার হাতে আটক। পরে তাকে বিক্ষুদ্ধ জনতা পুলিশের নিকট সোপর্দ করে।
উল্লেখ্য ছিনতাইকারী সাহেদ নগরীর পশ্চিম কাজলশাহ সোনার বাংলা আ/এ এলাকার বাসিন্দা বন্দরবাজারের পাখি ব্যবসায়ী জিতু মিয়ার ছেলে। তার অন্যভাই শিমুল ও একজন চিহ্নিত ছিনতাইকারী। তাদের হাতে ওসমানী মেডিকেল কলেজে আসা রোগী ও তার স্বজনরা নানান হয়রানির শিকার হওয়ার অভিযোগ রয়েছে। তাছাড়া সাহেদ ও শিমুল অত্র এলাকায় ভ্রাম্যমান ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তার ভাই শিমুল ও সাহেদ বিগত আওয়ামী লীগ সরকারের সময় নিজেকে ছাত্রলীগের বিধান সাহা গ্রুপের ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য বলে ও দাবী করত।