• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ওসমানী হাসপাতালের সেবার মান বৃদ্ধিতে সহযোগিতা করবো- আনোয়ারুজ্জামান

risingsylhet.com
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৩
ওসমানী হাসপাতালের সেবার মান বৃদ্ধিতে সহযোগিতা করবো- আনোয়ারুজ্জামান

রাইজিংসিলেট- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল দশটায় তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান।

এসময় মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী হাসপাতালের স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণ করেন ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের সাথে আলাপ করেন।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন। এবং পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধি করতে সিসিকের পক্ষ থেকে লোকবল বাড়িয়ে দেয়ার ঘোষণা দেন।

এছাড়াও হাসপাতালের সেবার মান বৃদ্ধিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তিনি সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, হাসপাতালের পরিচালক ব্রিগেঃ জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্ত্তী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সৌমিত্র চক্ৰবৰ্ত্তী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম,  হাসপাতালের  সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ আবুল কালাম আজাদ, সিলেট সিটি কর্পোরেশনের পরিছন্ন কর্মকর্তা মোঃ হানিফুর রহমান,  হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডাঃ জলিল কায়সার খোকন, ছাত্রলীগ ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, হাসপাতালের পিএ টু পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির সভাপতি আবুল খয়ের চৌধুরী, মোঃ আব্দুল জব্বার, রওশন হাবীব, জীবন রায় দীপ, সোহেল রানা প্রমুখ।

৮২ বার পড়া হয়েছে।