ঢাকাসোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে সং ঘ র্ষ নি হ ত এক

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

ads

বিমান বাহিনীর সাথে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে। এসময় গুলিতে শিহাব কবির নাহিদ (৩০) নামের একজন নিহত হয়েছে।

কক্সবাজার সমিতি পাড়া বিমান বাহিনীর ঘাটি সংলগ্ন এলাকায় ২০/২৫ হাজার লোক বিভিন্ন এলাকা থেকে এসে এখানে পাড়া করে বসবাস করছেন দীর্ঘদিন ধরে।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম।

নিহত শিহাব পৌর ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার নাছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।

শিহাবের মা কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমেনা খাতুন হাসপাতালে আহাজারি করছিলেন। সেখানে তিনি বলছিলেন, বিমান বাহিনী আমার ছেলের মাথায় গুলি করেছে। আমার ছেলে বিমান বাহিনীর গুলিতে মারা গেছে আমি এর বিচার চাই।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এঘটনায় একজন নিহত হয়েছে এমন সংবাদ পেয়েছি, ঘটনার সুত্রপাত কিভাবে তা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

সমিতি পাড়ার বাসিন্দা আবুল কালাম বলেন, শুনেছি একজন উকিল আসতে বাধা দেয়াকে কেন্দ্র করে এই ঘটনার হয়েছে। বিমান বাহিনীর গেইটে তার সাথে নাকি কথা ক’টা কাটি হয়। উকিলকে মারধর করার খবর ছড়িয়ে পড়লে সমিতি পাড়ার লোকজন বিমান বাহিনীর উপর চড়াও হয়। এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা, ইট পাটকেল তারপর বিমান বাহিনীর লোকজন গুলিও চালিয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংক্ষিপ্ত বার্তায় বলেছে, বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।