কথন আবৃত্তি উৎসবে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। গতকাল সোমবার (১৩ই মার্চ) কথন আবৃত্তি সংসদ আয়োজন করে কথন সাংস্কৃতিক উৎসব-২০২৩। সিলেট মুক্তমঞ্চ রিকাবীবাজার নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে বিকেল ৪ টা ৩০ মিনিটে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
আয়োজকদের আমন্ত্রণে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর রাত সাড়ে সাতটায় প্রিয়াশ্রী কর পিউ’র গ্রন্থনায় ও বিমল করের নির্দেশনায় ঐশিকা তালুকদারের সঞ্চালনে দ্বৈত ও দলগত আবৃত্তি পরিবেশন করে। ফাগুন মাস ও স্বাধীনতা মাসের কবিতা নিয়ে’ তোমার সঙ্গে কার তুলনা’ নির্মাণটি উপস্থাপন করা হয়। দলগত আবৃত্তি পরিবেশন করে নিনো, গুলজার, ত্রিদেব, নিলিমাঐশিকা, মনিষা ও প্রিয়াশ্রী কর পিউ।
৫৬ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।