রাইজিংসিলেট- সিলেট মহানগরীর কদমতলীতে হোটেল সাগর এন্ড রেস্ট হাউজ থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১২ যুবক-যুবতীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার (৩ মার্চ) রাত ৯ টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানাধীন কদমতলীস্থ হোটেল সাগর এন্ড রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে ৬ জন যুবক ও ৬ যুবতী রয়েছেন। তারা হলেন- সুনামগঞ্জ সদর থানার বালিকান্দী এলাকার মৃত তফাজ্জল হোসেনের মেয়ে রুজিনা বেগম(৩৮), নোয়াখালি কবিরহাট থানার রফিকুল ইসলামের মেয়ে রুজিনা আক্তার নূপুর(২৬), বগুড়া সদর থানার মহাস্থানগড় (ইজ্জত মন্ডলের বাড়ি) এলাকার মোঃ ঠান্ডু মন্ডলের মেয়ে লতা আক্তার(২৮), ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানার পাড়াডাংগি এলাকার মৃত আব্দুল ছত্তারের মেয়ে খালেদা আক্তার(৩৫), ফেনী ফুলগাজি থানার বসিতপুর এলাকার আবুল কালামের মেয়ে বৃষ্টি বেগম(২৭), কুড়িগ্রাম সদর থানার পলাশবাড়ি এলাকার মোঃ মোশাররফ হোসেনের মেয়ে মরিয়ম বেগম(২২), ব্রাক্ষনবাড়িয়া সরাইল থানার শাহজাদাপুর এলাকার মৃত ধনু মিয়ার ছেলে মোঃ সাচ্চু মিয়া শান্ত(২৭), সুনামগঞ্জ সদর থানার নবীনগর এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে গোলাম কিবরিয়া (৪৮), সিলেটের ওসমানীনগর থানার কবীন্দ্র মালাকারের ছেলে দুলন মালাকার(৩০), সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার পিঠাটিকর এলাকার নানু মিয়ার ছেলে সাঈদ হোসেন এলিল(২৪), একই থানার মল্লিকপুর এলাকার সোহেল আহমদের ছেলে মোঃ মাশরাফি (২১) ও সুনামগঞ্জ সদরের বুরিস্থল কান্দিগাও এলাকার দিলশাদুর রহমানের ছেলে মতিউর রহমান(৩৭)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারা মোতাবেক পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপদ করা হয়েছে।