ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কনটেন্ট নির্মাতাদের জন্যও বাড়তি আয়ের দ্বার খুলে দেবে ইউটিউব

rising sylhet
rising sylhet
মে ১৯, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

শুরুর আগে বা ভিডিওর মাঝপথে বিজ্ঞাপন দেখানো ইউটিউব দর্শকদের কাছে নতুন কিছু নয়। তবে এবার প্ল্যাটফর্মটি একধাপ এগিয়ে—ভিডিওর সবচেয়ে আবেগঘন, নাটকীয় বা আকর্ষণীয় মুহূর্তেই বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব।

জেমিনি ভিডিওর বিভিন্ন অংশ বিশ্লেষণ করে ঠিক করবে কোন মুহূর্তটিতে দর্শক সবচেয়ে বেশি যুক্ত থাকে বা আবেগতাড়িত হয়। সেই সময়েই দেখানো হবে বিজ্ঞাপন, যেন ব্র্যান্ডগুলো দর্শকের মনোযোগের সর্বোচ্চ সুযোগ নিতে পারে। উদাহরণস্বরূপ, ইউটিউব জানিয়েছে—বিয়ের প্রস্তাবের ভিডিওতে ‘হ্যাঁ’ বলার ঠিক আগেই আসতে পারে বিজ্ঞাপন।

ম্যাশেবলের প্রতিবেদন থেকে জানা যায়, ‘পিক পয়েন্টস’ নামে নতুন এই ফিচার চালু করেছে ইউটিউব, যা গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ‘জেমিনি’র মাধ্যমে পরিচালিত হবে। সম্প্রতি কোম্পানির ‘আপফ্রন্ট’ প্রেজেন্টেশনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

দর্শকের উপস্থিতি যেখানে, বিজ্ঞাপনও সেখানে—এই বাস্তবতায় ইউটিউবের নতুন বিজ্ঞাপন কৌশল একদিকে যেমন বাণিজ্যিকভাবে লাভজনক, অন্যদিকে নির্মাতাদের জন্যও হতে পারে নতুন অনুপ্রেরণা।

এই কৌশল শুধু বিজ্ঞাপনদাতাদেরই নয়, কনটেন্ট নির্মাতাদের জন্যও বাড়তি আয়ের দ্বার খুলে দেবে বলে মনে করছে ইউটিউব। কারণ ভিডিও যত বেশি দর্শক টানবে, পিক পয়েন্টে বিজ্ঞাপন দেখিয়ে তত বেশি উপার্জনের সুযোগ তৈরি হবে। বিশ্বের শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব ইতোমধ্যে নেটফ্লিক্স, ডিজনি প্লাস, হুলু কিংবা টিকটকের মতো প্রতিযোগীদের ছাড়িয়ে গেছে। স্মার্ট টিভিতে দেখা সময় ও লাইভ স্ট্রিমিংয়ের জনপ্রিয়তায় ইউটিউব এগিয়ে আছে সবার চেয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।