ঢাকাশনিবার , ১৭ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কবরস্থান থেকে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির

rising sylhet
rising sylhet
মে ১৭, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

রাতের আঁধারে একটি পারিবারিক কবরস্থান থেকে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬) রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবণকোটা গ্রামে এ ঘটনা ঘটে।

কঙ্কালগুলো হলো ওই গ্রামের মৃত শাহ আলম ড্রাইভার, ইয়াকুর আলী, তোকমান মোল্লাহ, কাশেম আলী জমাদার ও রহমত আলী জমাদারের।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে একটি সঙ্ঘবদ্ধ চোর উপজেলার হাবিরবাড়ির লবণকোটা গ্রামের আইয়ুব আলী মাস্টারের পারিবারিক কবরস্থান থেকে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায়। হঠাৎ এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সকালে স্থানীয় লোকজন কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভালুকা মডেল থানা পুলিশ।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য মানুষের কঙ্কালের প্রয়োজন পড়ে। বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে কঙ্কাল সরবরাহ করতেই মূলত বিভিন্ন স্থান থেকে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে একটি সংঘবদ্ধ চক্র। এই কঙ্কালগুলো সরবরাহ করে মোটা অঙ্কের টাকা পেয়ে থাকে। সংঘবদ্ধ এই চক্রটিকে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।