raising sylhet
ঢাকামঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কমলগঞ্জে আন্ত: বিভাগীয় ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ

rising sylhet
rising sylhet
মার্চ ২৮, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

কমলগঞ্জে আন্ত: বিভাগীয় ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১১টায় সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় আন্ত: বিভাগীয় ডাকাত সর্দার কালা বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াছিন আলী ওরপে কালা বাবুল (৪৫) কে গ্রেফতার করা হয়।
পুলিশের সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দারের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ১১টি মামলার মধ্যে কমলগঞ্জ থানায় ২টি, সিলেটের মোগলাবাজার থানায় ২টি, শ্রীমঙ্গল থানায় ২টি, শায়েস্তাগঞ্জ থানায় ২টি, নবীগঞ্জ থানায় ১টি, কুলাউড়া থানায় ১টি ও রাজনগর থানায় ১টি মামলা রয়েছে।

Advertisements

অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি ডাকাত সর্দারকে গ্রেফতার করে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

৭৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।