ঢাকারবিবার , ১০ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কমলগঞ্জে গরু চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করছে পুলিশ

rising sylhet
rising sylhet
মার্চ ১০, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

কমলগঞ্জে গরু চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করছে পুলিশ।

শনিবার ( ৯ মার্চ) রাতব্যাপী অভিযান চালিয়ে মৌলভীবাজার কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানের নয়ন পাশির বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান থানার ওসি সাইফুল আলম।

পুলিশ জানায়, গত ৭ মার্চ রাত আড়াই ঘটিকার সময় মাধবপুরের শ্রীগোবিন্দপুর বাগানের নয়ন পাশির গোয়াল ঘর থেকে গরু চুরি হয়। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা রুজু হয়।

পরবর্তীতে আটকদের তথ্যের ভিত্তিতে শ্রীগোবিন্দপুর চা বাগান এলাকা থেকে চোরাই যাওয়া একটি গরু (যার আনুমানিক বাজার মূল্য নব্বই হাজার টাকা) উদ্ধার করা হয়েছে।

ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল জব্বারকে (২৫) গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী চুরির ঘটনায় তার সহযোগী পাত্রখোলা এলাকার তমিজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (৪৯) ও শ্রীপুর এলাকার আঃ মজিদের ছেলে মুন্না মিয়াকে (২৬) গ্রেফতার করা হয়েছে।

ওসি বলেন, ‘শ্রীগোবিন্দপুর বাগান থেকে গরু চুরির ঘটনায় মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পরে রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।