raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

কয়লা আনতে গিয়ে পাথরচাপায় যুবকের মৃ ত্যু

rising sylhet
rising sylhet
মার্চ ১৪, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত সংলগ্ন ভারতের অভ্যন্তরে খনি থেকে কয়লা আনতে গিয়ে পাথরচাপায় আইয়ুব আলী (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জামাল মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তাহিরপুর উপজেলার রজনী লাইন গ্রামের আইয়ুবসহ ১০-১৫ জনের একটি দল সেহরি খাওয়ার আগে ভারতের ১১৯৯ আন্তর্জাতিক পিলার বড়ছড়া বিজিবি ক্যাম্পের বুরুংগা ছড়া অতিক্রম করে মেঘালয়ের ৪ নম্বর এলাকায় কয়লা কোয়ারিতে যায়। কোয়ারির ভেতর থেকে কয়লা নিয়ে বের হয়ে আসার সময় ওপর থেকে মাথায় পাথর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে তার বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে টেকেরঘাট পুলিশ ফাঁড়ি ও তাহিরপুর থানার সদস্যরা বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তের চিহ্নিত চোরাচালানিদের কারণে একের পর এক যুবকের মৃত্যু হচ্ছে ভারতের কয়লা খনিতে। এসব চোরাচালানিরা বলে বেড়ায় তাদের একজন গডফাদার রয়েছে তিনি সাংবাদিক, পুলিশ, বিজিবি, র‍্যাব ও ডিবিসহ সবাইকে ম্যানেজ করে অবৈধভাবে ভারতে পাঠাচ্ছেন। আর ওইসব যুবকরা টাকার লোভে জীবনের ঝুঁকি নিয়ে সীমান্তের চোরাই পথে অবৈধভাবে কয়লাসহ বিভিন্ন ভারতীয় পণ্য আনার জন্য ভারতে যান। গত দুই বছরের ব্যবধানে কয়লা আনতে গিয়ে পাঁচজনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।

আইয়ুব উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের বাসিন্দা মজনু মিয়ার ছেলে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

১৩১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।