ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কর্মী সম্মেলনে নেতাকর্মীদের চাপে ভেঙে পড়েছে সমাবেশ মঞ্চ

rising sylhet
rising sylhet
জুন ২১, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

শাহ্ মখদুম থানা বিএনপি আয়োজিত বিএনপির ত্রিবার্ষিক কর্মী সম্মেলনে নেতাকর্মীদের চাপে ভেঙে পড়েছে সমাবেশ মঞ্চ। তবে এতে কেউ আহত হননি।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী নগরীর সপুরা এলাকার একটি ইনডোর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। মঞ্চ ভেঙে পড়ার আগেই তিনি নেমে পড়েছিলেন।

এ সময় মঞ্চে ছিলেন রাজশাহী মাহনগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদসহ মহানগরের নেতাকর্মীরা। তিনি জানান, এ ঘটনায় বিএনপি কিংবা অঙ্গ-সংগঠনের কেউ আহত হননি।

নেতাকর্মীরা জানান, বিকেলে সম্মেলন শুরু হয় এবং সন্ধ্যায় প্রধান অতিথি মঞ্চ থেকে নামার পর অনেক নেতাকর্মী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঞ্চে উঠে পড়েন। অতিরিক্ত চাপে হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে। এ নিয়ে কিছু সময়ের জন্য অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।