শাহ্ মখদুম থানা বিএনপি আয়োজিত বিএনপির ত্রিবার্ষিক কর্মী সম্মেলনে নেতাকর্মীদের চাপে ভেঙে পড়েছে সমাবেশ মঞ্চ। তবে এতে কেউ আহত হননি।
শুক্রবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী নগরীর সপুরা এলাকার একটি ইনডোর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। মঞ্চ ভেঙে পড়ার আগেই তিনি নেমে পড়েছিলেন।
এ সময় মঞ্চে ছিলেন রাজশাহী মাহনগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদসহ মহানগরের নেতাকর্মীরা। তিনি জানান, এ ঘটনায় বিএনপি কিংবা অঙ্গ-সংগঠনের কেউ আহত হননি।
নেতাকর্মীরা জানান, বিকেলে সম্মেলন শুরু হয় এবং সন্ধ্যায় প্রধান অতিথি মঞ্চ থেকে নামার পর অনেক নেতাকর্মী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঞ্চে উঠে পড়েন। অতিরিক্ত চাপে হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে। এ নিয়ে কিছু সময়ের জন্য অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।