
কারিমা খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নিজ শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
কারিমা খাতুন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর গ্রামের কামরুল ইসলামের মেয়ে এবং এরশাদ আলী মহিলা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আছাদুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গেম খেলার সময় মোবাইল কেড়ে নেওয়ায় অভিমান করে গলায় ফাঁস দেয় কারিমা। পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।