ঢাকাশুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কাউকে বিনা কারণে গ্রে প্তা র করা যাবে না-সারজিস

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২০, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কাউকে বিনা কারণে গ্রেপ্তার করা যাবে না। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

জুলাই-আগস্টের গণ-আন্দোলনে নিজেদের নেতিবাচক ভূমিকার কারণে পুলিশ প্রশাসন ইমেজ সংকটে পড়েছে। এ থেকে উত্তরণের জন্য তাদের সুনামের সঙ্গে কাজ করতে হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) খুলনা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগে আন্দোলনে নিহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই সাধারণ সম্পাদক বলেন, অন্তর্র্বতীকালীন সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণ-আন্দোলনে হত্যাকারীদের বিচার করতে না পারা।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে সংশ্লিষ্ট অনেককে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, অনেক রাজনৈতিক দল বিভিন্ন চেষ্টা করছে। ওই সময় তাদের ভূমিকা কী ছিল?

অনুষ্ঠানে খুলনা বিভাগে নিহত ৭৪ জনের পরিবারের মধ্যে ৫৮ পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। এ সময় খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন।

১০০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।