ঢাকাবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কাজিরবাজার জামিয়ার মাহফিল শনি ও রবিবার, সফলে প্রস্তুত সিলেটবাসী

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১৬, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

বীর মুজাহিদ খ্যাত প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান প্রতিষ্ঠিত ও স্মৃতিবিজড়িত সিলেটের কাজিরবাজারস্থ ‘জামেয়া মাদানিয়া ইসলামিয়া’র বার্ষিক ইসলামি মহাসম্মেলন শনি ও রবিবার (১৭ ও ১৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে ‘আল-জামেয়া কুরআন শিক্ষাবোর্ডের দস্তারবন্দি সম্মেলন-২০২৫’। এ উপলক্ষে সকল প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এদিকে, সম্মেলন সফল ও মাদরাসার সার্বিক উন্নতির লক্ষ্যে বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় জামেয়া মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জামেয়ার মজলিশে শুরা কমিটির নেতৃবৃন্দ, সিলেটের শীর্ষ উলামা, গণ্যমান্য ব্যক্তি, প্রাক্তন ছাত্র ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সিলেট তাবলিগ জামাআতের মুরুব্বি নুমানি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে ঐতিহ্যবাহী দ্বিনি এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান রাহ.-এর স্বর্ণখচিত অবদান তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জামেয়ার মুহতামিম মাওলানা শায়েখ আব্দুস সুবহান।

সভায় ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়। পরে সবার মতামতের ভিত্তিতে শুরা কমিটি এর লিখিত অনুমোদন দেন।

এছাড়া সাধারণ সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে-প্রিন্সিপাল হাবিবুর রহমানের ওফাতের পর থেকে বর্তমান মুহতামিম দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত জামেয়ার সকল আয়-ব্যয়ের হিসাব গ্রহণযোগ্য ও বিশ্বস্ত ফার্ম দ্বারা অডিট করানো এবং জামেয়ার অভ্যন্তরীণ স্থাবর-অস্থাবর সম্পত্তি পর্যালোচনা ও এর উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করা ইত্যাদি।

অডিট ব্যবস্থাপনা, পর্যালোচনা ও প্রতিবেদন তৈরির কাজ পরিচালনায় ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয় সাধারণ সভায়।

মাদরাসা সূত্র জানায়, জামেয়ার আসন্ন মাহফিলে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রি মহল। বিষয়টি নিয়ে বুধবারের সাধারণ সভায় ব্যাপক আলোচনা হয়। এসময় উপস্থিত সিলেটের বিশিষ্টজন সমাবেশ সফলে ও মাদরাসার অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল ষড়যন্ত্র এবং অপতৎপরতা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় শুরা কমিটির নেতৃবৃন্দ বলেন- বিষয়টি লিখিতভাবে তুলে ধরে প্রশাসনের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। প্রশাসন সম্মেলন ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

জামেয়ার শিক্ষাসচিব মুফতি শফিকুর রহমানের পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন ও অংশগ্রহণ করেন- মাওলানা রেজাউল করিম জালালি, দরগাহ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফেজ আসজাদ আহমদ, করিম উল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী সানাউল্লাহ ফাহিম, শেখঘাট জামে মসজিদের সেক্রেটারি নুরুল আলম, সানা উল্লাহ মসজিদের অর্থসম্পাদক রুহেল আহমদ, কালীঘাটের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জাহেদ উদ্দিন, মার্চেন্ট টাওয়ারের স্বত্বাধিকারী ওয়ালি উল্লাহ জাকের, জামেয়ার সাবেক কৃতি ছাত্র- ব্রিটেন প্রবাসী প্রখ্যাত আলেম মুফতি হাবীব নুহ, সাবেক ছাত্র ইসলামিক স্কলার মাওলানা ফরিদ আহমদ খান, তালতলা শিক্ষা অফিস মসজিদের সেক্রেটারি শওকত আলী, খুলিয়াটুলার বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব আহমদ আলী, তাবলিগের বিশিষ্ট মুরুব্বি আবুল ফাত্তাহ ও ফখর উদ্দিন লাবুল, বিশিষ্ট ব্যবসায়ী হুসাইন আহমদ সিদ্দিকী, মাওলানা সৈয়দ শামীম আহমদ, ছাত্র সংসদের সাবেক জি.এস যুক্তরাজ্য প্রবাসী মাওলানা লিয়াকত হুসাইন জুবের, আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল হাদী চৌধুরী, দরগাহ মসজিদের তত্বাবধায়ক মুফতি কয়েস আহমদ, শেখঘাট মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাদিকুর রহমান, শেখঘাটের বিশিষ্ট সমাজসেবক ফখর উদ্দিন আহমদ, হাফেজ একরামুল আজিজ, মুফতি রশিদ আহমদ, দারুস সালাম মাদরাসার মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি, বাগবাড়ি নুরুল কুরআন মাদরাসার পরিচালক সৈয়দ মনজুরে এলাহী, হাফেজ আব্দুল্লাহ আবির, মাওলানা আহমদ হুসাইন, আবুসাঈদ ও মুহাম্মাদ আখলু প্রমুখ।

সাধারণ সভার আগে জামেয়ার মুহতামিম মাওলানা শায়খ আব্দুস সুবহান এক ভিডিও-বার্তার মাধ্যমে সিলেটবাসীসহ দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষের কাছে আসন্ন ইসলামি মহাসম্মেলন সফলের আহবান জানান।

এসময় তিনি বলেন-আমাকে মজলিসে শুরা ও আমেলা মিলে এই মাদরাসা পরিচালনার মহান দায়িত্ব অর্পণ করেন। প্রিন্সিপাল রাহ.-এর অক্লান্ত মেহনতে গড়া জামিয়াটির পরিচালকের মসনদে বসার আমার কোনো আকাঙ্ক্ষা ছিলো না। কিন্তু ক্রান্তিকাল সৃষ্টি হওয়ায় আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিলো। আমি সংশ্লিষ্ট সবার মেহনতে অতীতের বড় অংকের বেতন বকেয়ার কিছু অংশ ও বর্তমান সম্পূর্ণ বেতন পরিশোধ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এছাড়া মাদরাসার আবাসিকে একদিনের জন্যও চাউলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের টানাপোড়েন হয়নি।

জামেয়ার এই উন্নতি অব্যাহত রাখতে ও আসন্ন সম্মেলন সফল করতে মুহতামিম সবার দোয়া এবং সযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, কাজিরবাজার জামেয়ার দুদিনব্যাপী ইসলামি মহাসম্মেলনে দেশ-বিদেশের প্রখ্যাত আলেমরা আলোচনা করবেন। এর মধ্যে কয়েকজন হচ্ছেন-আওলাদে রাসুল (সা.) আল্লামা সায়্যিদ আফফান মনসুরপুরী (ভারত), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক, আওলাদে রাসুল (সা.) আল্লামা ফায়সাল নাদিম (পাকিস্তান) ও হযরত মাওলানা মুশতাকুন্নবী কাসেমী। জামিয়া মাঠে আয়োজিত এ সম্মেলন প্রতিদিন বেলা ২টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে।

৫২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।