ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কাজিরবাজার সেতুর বারে আ ঘা ত পেয়ে প্রা`ণ গেলো কিশোর রায়হানের

rising sylhet
rising sylhet
অক্টোবর ৮, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- কাজিরবাজার সেতুর বারে আ ঘা ত পেয়ে প্রা`ণ গেলো কিশোর রায়হানের। কাজিরবাজার সেতুতে ভারী যান চলাচল রোধে স্থাপিত লোহার বারে আঘাতপ্রাপ্ত হয়ে ট্রাকের উপরে থাকা এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ২টার দিকে সেতুটির উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রায়হান আহমদ (১৮) ৩ং খাদিম নগর ৪ ওয়ার্ডে
(এয়ারপোর্ট থানার) রংগিটিলা গ্রামের গনি মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, রায়হান আহমদ ট্রাকে মালামাল লোড-আনলোডের কাজ করতেন। মঙ্গলবার দুপুরে এয়ারপোর্ট থানার হিংগারপুর এলাকা থেকে পাথর নিয়ে আসা ট্রাকে হেল্পার হিসেবে ছিলো সে। ট্রাকটি কাজিরবাজার ব্রিজ হয়ে দক্ষিণ সুরমার চাঁদনিঘাটে যাচ্ছিলো।  বেলা ২টার দিকে কাজিরবাজারে ব্রিজে ট্রাকটি উঠতে গেলে উপরে থাকা রায়হানের মুখমন্ডলে মারাত্মক তীব্র আঘাত লাগে সেতুতে ভারী যান চলাচল রোধে স্থাপিত লোহার বারের। এসময় তার মুখ থেতলে যায়। ট্রাকচালক ও অন্য হেল্পাররা এসময় তাকে একটি অ্যাম্বুলেন্সযোগ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান- নিহতের স্বজনরা আবেদন করেছেন ময়না তদ্ন্ত ছাড়া লাশ নিয়ে যাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

৪৩০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।