ঢাকাসোমবার , ৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাটের গাছবাড়ী বাজারে ১২ জুন জমিয়তের গণসমাবেশ

rising sylhet
rising sylhet
জুন ৯, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১২ জুন বৃহস্পতিবার কানাইঘাটের ঐতিহ্যবাহী গাছবাড়ী বাজারে গণসমাবেশ করতে যাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কানাইঘাট পশ্চিম জোন। সমাবেশকে ঘিরে কানাইঘাট পশ্চিম জোনের আওতাধীন ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন, ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন ও ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নে ব্যাপক প্রচার প্রচারণা চলছে।

গণ-সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা আব্দুর রাজ্জাক মেম্বার জানান, গাছবাড়ীতে অতীতেও জমিয়তের সমাবেশ হয়েছে। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, জমিয়তের সাবেক মহাসচিব ও সাবেক ধর্মমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস জাতীয় অনেক নেতা গাছবাড়ীতে এসেছেন। এবার তারা ব্যাপক উপস্থিতির মাধ্যমে কানাইঘাট জুড়ে সাড়া ফেলতে চান।

রাজাগঞ্জ ইউনিয়ন জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আব্দুল আজীজ বন্দরবাড়ীর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী সহ সিলেট মহানগর জমিয়ত, সিলেট জেলা উত্তর ও দক্ষিণ এবং কানাইঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন জমিয়তের নেতৃবৃন্দ।

সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সমাবেশ সফল করতে দলের নেতাকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াসহ সর্ব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা আব্দুর রাজ্জাক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।