raising sylhet
ঢাকাশনিবার , ১২ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাটের রাজাগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি নিরাপত্তা জোরদার

rising sylhet
rising sylhet
অক্টোবর ১২, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কানাইঘাটের রাজাগঞ্জ ইউপিতে দুর্গাপূজা উপলক্ষে আনাসার -ভিডিপি নিরাপত্তা জোরদার হয়েছে।
সিলেটের কানাইঘাট উপজেলার ৩০টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে ৪টি মণ্ডপে বিপুল উৎস উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা চলছে।

উক্ত ৪টি মণ্ডপ সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন রাজাগঞ্জ ইউনিয়ন আনসার প্লাটুন কামান্ডার আবুল কাসিম ফয়সাল। এসময় পূজা কমিটির নেতৃবৃন্দ সহ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি খোঁজখবর নেন। সরকারের নির্দেশনা মোতাবেক শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষ্যে উপজেলা আনাসার -ভিডিপি কার্মকর্তা মুস্তাফিজুল হক এর নেতৃত্বে আনাসার -ভিডিপি প্রশাসন সব-সময় আপনাদের পাশে রয়েছে। পূজামন্ডপগুলো পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।

সরকারের পক্ষ থেকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা পালনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় মন্ডপ কমিটির নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজাগঞ্জ ইউনিয়ন আনসার প্লাটুন কামান্ডার আবুল কাসিম ফয়সাল আরো জানান রাজাগঞ্জ ইউপির ৪টি মণ্ডপে সার্বক্ষণিক নারী পুরুষ সহ মোট ২৪জন আনাসার-ভিডিপির সদস্য গণ নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করে যাচ্ছেন।এর বাহিরে উপজেলা আনাসার -ভিডিপি কার্মকর্তা মুস্তাফিজুল হক এর নির্দেশে আমি আমার সদস্যগণ টহল অব্যাহত রেখেছি।

৭২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।