ঢাকাশুক্রবার , ৫ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাটে অসহায়-দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে ‘নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট’

rising sylhet
rising sylhet
এপ্রিল ৫, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কানাইঘাটে প্রতিবারের মতো এবারো অসহায়-দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে ‘নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট’।

এলাকার প্রবীণ মুরব্বি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে এবং ট্রাস্টের সেক্রেটারী বদরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ.কে.এম শামসুজ্জামান বাহার।

বিশেষ অতিথি ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শওকত হোসেন চৌধুরী জুয়েল, সিলেট বারের আইনজীবী এডভোকেট আব্দুল খালিক, এডভোকেট আব্দুছ সাত্তার, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, ব্যাংক কর্মকর্তা ফখরুল ইসলাম, গ্রীন বাড কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক সামসুদ্দীন।

এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকেল ৫ টায় রাজাগঞ্জ ইউনিয়নের বীরদলস্থ গ্রীন বাড কিন্ডার গার্টেনের হলরুমে এলাকার দেড় শতাধিক অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতরে অসহায় ও দুঃস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের পাশে দাড়িয়েছে‘নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট’। এরজন্য অতিথিবৃন্দ ট্রাষ্টের চেয়ারম্যান যুক্তরাজ্য কমিউনিটি নেতা আহমেদ ইকবাল চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম।

১৬৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।