ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাটে প্রবাসীর বৃদ্ধা মাকে প্রাণনাশের হু ম কি, থানায় অ ভি যো গ

rising sylhet
rising sylhet
জুলাই ২৮, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

ads

কানাইঘাট প্রতিনধি: সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লামাপাড়া গ্রামে এক প্রবাসীর বৃদ্ধা মাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এই ঘটনায় ভ‚ক্তভোগী ছাইয়ারা বেগম (৬৫) বাদী হয়ে রোববার (২৭ জুলাই) সাদেক আহমদ (৪০) ও তার স্ত্রী শেফালী বেগমকে (৩০) আসামি করে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, সাদেক আহমদ ও ছাইয়ারা বেগম পাশাপাশি বাড়ির বাসিন্দা। ছাইয়ারা বেগমের দুই ছেলের মধ্যে ছাব্বির আহমদ কানাডা ও কবিরুল ইসলাম আয়ারল্যান্ড প্রবাসী। সাদেক আহমদ ও তার স্ত্রী শেফালী বেগমকে দুর্দান্ত, চতুর ও পরধন লোভী প্রকৃতির লোক হিসেবে অভিযোগে উল্লেখ করে বলা হয়, তারা ছাইয়ারা বেগমকে নিরীহ পেয়ে অন্যায় লাভের আশায় দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছেন। তারা প্রায়ই ছাইয়ারা বেগমের বসতবাড়ির সীমানা সংলগ্ন জমি জবর দখলের চেষ্টা চালান। এর কারণ জানতে চাইলে তারা ছাইয়ারা বেগমকে হত্যার হুমকি দেন বলে অভিযোগে বলা হয়েছে।

 

ছাইয়ারা বেগম অভিযোগে আরও বলেন, সাদেক ও তার স্ত্রীর প্রাণনাশের হুমকিতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের ভয়ে বর্তমানে সিলেট নগরীতে বাসা ভাড়া করে থাকছেন। তার অনুপস্থিতির সুযোগে সাদেক ও শেফালী প্রায়ই বাসার ভেতরে মলমূত্রসহ বিভিন্ন আবর্জনা ফেলে বাড়ির পরিবেশ দূষিত করে। ঘটনার দিন শনিবার (২৬ জুলাই) ছাইয়ারা বেগম তার গ্রামের বাড়িতে গিয়ে দেখতে পান, তার বসতবাড়ির সীমানা প্রাচীরের চারদিকে বনজঙ্গল ও কচুরিপানা জন্মেছে। বিষধর সাপের ভয়ে তিনি একজন শ্রমিক দিয়ে ঝোপজঙ্গল পরিষ্কার করান। অভিযোগ অনুযায়ী, ওই দিন সন্ধ্যা ৭টার দিকে সাদেক ও তার স্ত্রী দা ও লাঠি নিয়ে এসে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং তাকে খুন-জখমের হুমকি দেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা প্রকাশ্যে খুনের হুমকি দিয়ে চলে যান।

 

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, সাদেক ও শেফালী এখন প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে, তারা তার বসতবাড়ি জবরদখল করে ছাড়বে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আউয়াল জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।