ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাটে ফয়জুল হুসন হ ত্যা মামলার আসামির ফাঁ সি র দাবিতে মানববন্ধন

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৪, ২০২৪ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাটে ফয়জুল হুসন(৬৫) হত্যা মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহত ফয়জুলের পরিবার ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল ৩ টার দিকে দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী কলেজ মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন থেকে হত্যাকাণ্ডের প্রধান আসামি আটককৃত সুলতান আহমদের (৫৫) ফাঁসির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সুলতান আহমদ এলাকার একজন চিহ্নিত বখাটে ও সন্ত্রাসী ।

গত শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নিরীহ ফয়জুল হুসনকে পরিকল্পিত ভাবে হত্যা করে ঘাতক সুলতান। আমরা গ্রেফতারকৃত আসামি সুলতানের দ্রুত ফাঁসি চাই।

মানববন্ধন চলাকালে নিহত ফয়জুল হোসেনের ছেলে আলী রাজা,চাচাতো ভাই ফয়জুল হাসান,গাছবাড়ী বাজারের ব্যবসায়ী আব্দুল খালিক,গাছবাড়ী সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, সিএনজি(৭০৭) গাছবাড়ী উপশাখার সাবেক সভাপতি আতাউর রহমান,ছাত্রনেতা মিজান বক্তব্য রাখেন ।

প্রসঙ্গত,গত শুক্রবার( ৮ নভেম্বর) জমি সংক্রান্ত বিরোধে কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ধলিবিল দক্ষিণ নয়াগাঁও গ্রামের ফয়জুল হুসনকে তারই আপন চাচাতো ভাই সুলতান আহমদ নৃশংসভাবে জবাই করে হত্যা করে। এঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক সুলতান আহমদকে গ্রেফতার করে।

৯৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।