• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কানাইঘাট উপজেলায় শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’র ইউনিট কমিটি গঠন

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৩

ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে “শিক্ষার্থীদের পাশে সারা বাংলা” সংগঠনের কানাইঘাট উপজেলা ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কানাইঘাট এলাকায় এই সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি (রেজি নং ১২০৬৮) সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদ নেওয়াজ এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক পত্রে মোশাররফ হোসেন সালেহ কে সভাপতি ও দিলদার হোসেন কে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাহফুজ আহমদ, জাকারিয়া তালুকদার,আদনান সানি যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, তোফায়েল আহমদ, মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক সাহাদ উদ্দিন আদনান, জাবেল শিকদার, রনি বাদশাহ, প্রচার সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক জুনায়েদ আহমদ, উপ দপ্তর সম্পাদক ফয়েজ আহমদ, অর্থ বিষয়ক সম্পাদক জাবেদ আহমদ, গ্রন্থনা প্রকাশনা বিষয়ক সম্পাদক মারুফ, আইন বিষয়ক সম্পাদক নাদিম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রনি রায়হান ত্বাহা, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাকিবুল হাসান, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক তারেক আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামরান আহমদ জাফর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহিদুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক রুমান আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাসিমুল মুরসালিন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সৌরভ আহমদ, ছাত্র ও বৃত্তি বিষয়ক সম্পাদক আহাদ চৌধুরী, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মাহিদ হাসান, সদস্য আবুল আহমদ, জুনেদ আহমদ, জুনেদ, হাদী। বিজ্ঞপ্তি

বার পড়া হয়েছে।