raising sylhet
ঢাকাবুধবার , ৮ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন যারা

rising sylhet
rising sylhet
মে ৮, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

 আগামী (৫ জুন) ৪র্থ ধাপে কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন বুধবার (৮ মে) চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র অনলাইনের মাধ্যমে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সিলেট জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শামসুজ্জামান বাহার, ঢাকার ব্যবসায়ী সমাজকর্মী বেলাল আহমদ এমবিএ।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কানাইঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জসিম উদ্দিন মেজর, খেলাফত মজলিস নেতা প্রবাসী হাফিজ মাও. খালেদ আহমদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা বেগম, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোকশানা জাহানা মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

১২৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।