raising sylhet
ঢাকাশুক্রবার , ২৪ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, সড়ক অবরোধ

rising sylhet
rising sylhet
মার্চ ২৪, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শ্রীমঙ্গলের কাভার্ডভ্যানের ধাক্কায় মৃত্যুবরণ করেছেন সুমন রায় নামের এক যুবক। এসময় আহত হয়েছেন আরেক তরুণ।

শুক্রবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে শহরের হবিগঞ্জ সড়কে হোটেল মেরিনা’র সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত সুমন রায় (৩০) উপজেলার ৩নং সদর ইউনিয়নের সন্ধ্যানী আবাসিক এলাকার রাধাচরণ রায়ের ছেলে।

দুর্ঘটনায় আহত সৌরভ পাল (২০) জানান, দুপুর ১টার দিকে তিনি ও নিহত সুমন বাইসাইকেলযোগে শহরে আসার পথে হোটের মেরিনা’র সামনে আসামাত্র প্রাণ কম্পানির কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ড : ১২-০৯৪৫) পেছন দিক থেকে তাদের ধাক্কা দেয়। এতে বাইসাইকেল আরোহীরা রাস্তার ওপর ছিটকে পড়েন। এ অবস্থায় পড়লে ভ্যানের সামনের চাকায় পিষ্ট হয়ে সুমন রায় ঘটনাস্থলেই মারা যান। আহত হন সৌরভ পাল।

জানা যায়, ঘটনার পরপরই স্থানীয়রা ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক সড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে জনতা অবরোধ প্রত্যাহার করে। স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। চালক পালিয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় মামলার প্রস্তুতি চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল পুলিশ পরির্দশক তদন্ত মো.আমিনুল ইসলাম।

৫৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।