
রাইজিংসিলেট- কারাগারে বিয়ের পর জামিনে মুক্ত গায়ক নোবেল। আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেল পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের এক মামলায় ১ হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন। ২০২৫ সালের ২৪ জুন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এই জামিন মঞ্জুর করেন।
এর আগে, ইডেন কলেজের এক ছাত্রী নোবেলের বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, ওই তরুণীকে প্রায় সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে নির্যাতন চালানো হয়। মামলা দায়েরের পর, গত ২০ মে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে কারাগারে পাঠানো হয়।
পরবর্তীতে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে নোবেল ও মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় উভয় পক্ষের সাক্ষী হিসেবে কয়েকজন উপস্থিত ছিলেন এবং দেনমোহর নির্ধারণ করা হয় ১০ লাখ টাকা।
জামিন শুনানির সময় আদালতকে জানানো হয়, উভয় পক্ষের মধ্যে আপোষ হয়েছে এবং বাদীর আর কোনো অভিযোগ নেই। বিচারক যখন সরাসরি বাদীর মতামত জানতে চান, তখন তিনি বলেন, “না স্যার, আমার কোনো আপত্তি নেই।” এরপর বিচারক জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, ‘সা রে গা মা পা’ অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনায় আসেন নোবেল। গান দিয়ে তিনি জনপ্রিয়তা পেলেও, ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময় বিতর্কের মুখে পড়েন।