রাইজিংসিলেট– গত শনিবার (১৮ মার্চ) পটুয়াখালী দশমিনার পূর্বলক্ষীপুর গ্রামে গালায় ফাঁস দেন চন্দ্র শেখর (কালু) (২৫) নামের এক যুবক। শেখর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি জতিন বেপারির এক মাত্র ছেলে। এক বছর ধরে পরিবারিকভাবে তার বিয়ের কথা চলছিলো। কিন্তু দেখতে কালো বলে কোনও মেয়েই রাজি হয় না। তাই মনের দুঃখে গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানায় পরিবার।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শেখর সহজ সরল প্রকৃতির ছিলো। বাবা জতিন বেপারী বলেন, আমার এক ছেলে দুই মেয়ে। সাংসারিক কোনও ঝামেলা নেই। মেয়েরা তাদের স্বামীর বাড়িতে থাকে। এক বছর পর্যন্ত বিভিন্ন জায়গায় বিয়ের জন্য পাত্রী দেখছি।
গত শনিবার সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে কখন ঘরে এসে গলায় ফাঁস দিয়েছে তা আমরা জানিনা। দুপুরে খাবার খাওয়ার জন্য খোঁজ করা হলে ঘরের মধ্যে এসে দেখি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে শেখর।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এখন পর্যন্ত আত্মহত্যার কারণ জান যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।