raising sylhet
ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কীভাবে সংয়ের মৃ ত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৩, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কীভাবে সংয়ের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

অভিনেতা সং জে রিম মারা গেছেন।

মঙ্গলবার দুপুরে সিউলের সংডং এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দেশটির সংবাদমাধ্যম সুম্পি জানিয়েছে, বাসা থেকে দুই পৃষ্ঠার একটি চিরকুট পাওয়া গেছে।

সংয়ের বয়স হয়েছিল ৩৯ বছর।

অল্প বয়সেই মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন সং জে রিম।

Advertisements

অভিনেতার পরিবার বার্তা সংস্থা ইউনহ্যাপকে জানিয়েছে, তারাও মৃত্যুর কারণ জানতে পারেনি।

শিগগিরই শেষকৃত্য করা হবে।

অভিনয় শুরু করেন ২০০৯ সালে ‘অ্যাকট্রেসেস’ সিনেমার মাধ্যমে। অল্প সময়ের মধ্যেই খ্যাতি পান সং জে রিম। ‘দ্য সাসপেক্ট’, ‘অন ইওর ওয়েডিং ডে’, ‘গুড মর্নিং’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। কোরিয়ান ড্রামাতেও বেশ জনপ্রিয় এই অভিনেতা।

২০১২ সালে মুক্তি পায় দক্ষিণ কোরিয়ার টেলিভিশন ড্রামা ‘মুন এমব্রেসিং দ্য সান’। এই ধারাবাহিকে রাজার নিরাপত্তারক্ষীর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন সং জে রিম। ‘টু উইকস’ টেলি সিরিজে তাকে দেখা যায় খুনির ভূমিকায়।

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কুইন উ’ সিরিজে নজর কাড়েন সং জে রিম। এখনো তার দুটি নতুন সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আচমকা এভাবে তারকার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা।

৩৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।