কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘোড়ার গাড়ী চালকদের জন্য ঘোড়া লালন-পালন, খাদ্যভাস, রোগবালাই এবং নিষ্ঠুরতা পরিহার বিষয়ক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার যাত্রাপুর ইউনিয়ন চাকেন্দাখান পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় যাত্রাপুর ইউনিয়নের ১শত ১০জন ঘোড়া চালকদের মাঝে ১০কেজি করে চাউল, ১ কেজি ডাল, সয়াবিন তৈল আধা কেজি, ঘোড়ার খাদ্য গমের ভুষি ২ কেজি, উপজেলা প্রাণিসম্পদ এর পক্ষ থেকে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়।
জনসচেতনতামুলক কার্যক্রম ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মুশফিকুল আল হালিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো: ফিজানুর রহমান, লাইভ স্টক অফিসার ডা: এআরএম আল মামুন, ডা: বীরেন্দ্র নাথ রায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুল গফুর।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুল আল হালিম ঘোড়ার প্রতি ঘোড়াগাড়ী চালকদের সদয় আচরণের আহ্বান জানান।