ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’এর এডভোকেসি সভা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

ads

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদরে বে-সরকারি উন্নয়ন সহযোগী সংস্থা- ফ্রেন্ডশিপ  এর আয়োজনে প্রতিবন্ধি জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা, সামাজিক এবং ক্ষমতায়নের সুযোগ-সুবিধা প্রাপ্তি এবং সমাজ ভিত্তিক পুনর্বাসন নিশ্চিতে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ ফেব্রুয়ারি (বুধবার) যাত্রাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান  আলহাজ্ব আব্দুল গফুর ।  সভায়  ‘ফ্রেন্ডশিপ ডিসবিলিটি ইনক্লুশন প্রোগ্রাম’ এর চলমান কার্যক্রম বিশদভাবে তুলে ধরেন সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাহফিজুর রহমান রিপন।

তিনি বলেন- অন্যান্য সেবামূলক কাজের পাশাপাশি প্রতিবন্ধি ব্যক্তির পরিচয়, গুণগত জীবন বিনির্মাণ একই সাথে সম অধিকার, মর্যাদা, অবাধ ও নির্বিঘ্ন চলাচল এবং সুযোগের সমতা  নিশ্চিতকল্পে  ‘ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি ইনক্লুশন প্রোগ্রাম’- এর মাধমে কুড়িগ্রাম জেলার ৩০ টি (সদর-১৪ টি, চিলমারী-১৬ টি) এবং গাইবান্ধা জেলার ২০ টি চরে সম্প্রতি বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে এবং ৩ হাজার এর বেশী প্রতিবন্ধি ব্যক্তি এই সেবার আওতাভুক্ত রয়েছে। ফ্রেন্ডশিপ কুড়িগ্রাম জেলায় একটি একটি অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধি মানুষের জন্য স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা, সামাজিক এবং ক্ষমতায়ন নিয়ে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিবন্ধি ব্যক্তি, পরিচর্যাকারী, সমাজ ভিত্তিক পুনর্বাসন কর্মী ও কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।  ফ্রেন্ডশিপ প্রতিবন্ধি মানুষের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করছে, সেজন্য অতিথিগণ “ফ্রেন্ডশিপ” কে ধন্যবাদ জানান এবং সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।  অনুষ্ঠানের প্রধান অতিথি  আলহাজ্ব আব্দুল গফুর চরের সকল প্রতিবন্ধি ব্যক্তির সার্বিক সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিত করণে ও অন্যান্য সকল ক্ষেত্রে “ফ্রেন্ডশিপ” কে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।