কুড়িগ্রাম প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজের উদ্যোগে স্বেচ্ছাসেবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর (বৃহস্পতিবার) কুড়িগ্রাম জেলা অফিস আমবাড়ী মোড় সংলগ্ন কার্যালয়ে লাইট হাউজ বাস্তবায়িত ফ্রি প্রেস আনলিমিটেক এর আর্থিক সহযোগিতায় এম্পায়ারিং কমিউনিটিস ফর ইনক্লুসিভ ডিজাস্টার রেজিলিয়েন্স এ সিএসও মিডিয়া পার্টনার টু সেফটি অফ ওমেন গার্লস্ প্রকল্পের উদ্যোগে কুড়িগ্রাম সদরের ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার স্বেচ্ছাসেবকদের নিয়ে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলার প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা কো-অর্ডিনেটর রিপন আলী, স্বেচ্ছাসেবক মামুনুর রশিদ, আসিফ রায়হান, দিপা রানী, শিউলী রানী, গয়না আক্তার, পাপস চন্দ্র বর্মন, রতন সরকার, জাহিদ হাসান প্রমূখ।
প্রকল্পটি কুড়িগ্রাম জেলার ৫টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী, উলিপুর ও চর রাজিবপুর উপজেলায় কিশোর-কিশোরীদের উন্নয়ন, গ্রামীণ ও শহরে দরিদ্র, প্রান্তিক ও উচ্চ ঝুঁকির জনগোষ্ঠী ও গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে কাজ করবে বলে জানা গেছে।