রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: বাল্যবিবাহ রোধে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে কুড়িগ্রাম পৌরসভা হলরুমে ব্যবসায়িক গোষ্ঠী ও বেসরকারি খাতের ফোরাম গুলির সাথে শিশু সুরক্ষা ও শিশু অধিকার এবং ডেঙ্গু বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম পৌরসভা হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাবিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্যানেল মেয়র রোস্তম আলী তোতা, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান, মহিলা কাউন্সিলর মুক্তা বেগম, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান মিন্টু, ব্যবসায়ী জিয়াউর রহমান, জামিনুল ইসলাম। আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমুখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায়।
উক্ত সভায় বাল্যবিবাহ বন্ধে ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।