ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে সৌদি কবির যাবজ্জীবন সাজা, কারণ জানাল আদালত

rising sylhet
rising sylhet
আগস্ট ৩, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- কুয়েতে সৌদি কবির যাবজ্জীবন সাজা, কারণ জানাল আদালত। এক সৌদি কবিকে নাগরিকত্ব জালিয়াতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কুয়েতের একটি আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ১৯৯৫ সালে তিনি কুয়েতের নাগরিকত্ব অবৈধভাবে গ্রহণ করেছিলেন বলে আদালতের রায়ে উঠে এসেছে।

২ আগস্ট প্রকাশিত গালফ নিউজের একটি প্রতিবেদনে জানানো হয়, ফৌজদারি আদালতের প্রধান বিচারক আব্দুলওয়াহাব আল মুয়াইলির নেতৃত্বে এই রায় ঘোষণা করা হয়। অভিযুক্তকে প্রায় ১.৭৯ মিলিয়ন কুয়েতি দিনার (৫.৮ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে এবং অবৈধভাবে প্রাপ্ত সব অর্থ ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

আদালতের নথিতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি একজন মৃত নাগরিকের ফাইলে নিজের নাম যুক্ত করে জালিয়াতির মাধ্যমে কুয়েতি নাগরিকত্ব অর্জন করেন। এ জন্য তিনি একটি মিথ্যা পরিচয় গ্রহণ করেন এবং নিজের প্রকৃত জন্ম সাল ১৯৬১ হলেও ১৯৭২ সালের একটি ভুয়া জন্ম সনদ ব্যবহার করেন।

এছাড়া তার ২৭ সন্তান—পুত্র ও কন্যা—যারা এই ভুয়া পরিচয়ের ভিত্তিতে কুয়েতি নাগরিকত্ব পেয়েছিলেন, তাদের সকলের নাগরিকত্বও বাতিল করেছে আদালত।

এই মামলাটি কুয়েতে সরকারি নথিপত্রের নিরাপত্তা ও জালিয়াতি রোধে একটি বড় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।