ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ’র রমযান মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

rising sylhet
rising sylhet
মার্চ ২৫, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর রমযান মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (২৫ মার্চ) বাদ যোহর প্রধান কেন্দ্র নগরীর ঘাসিটুলা মজুমদাপাড়াস্থ জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।
বোর্ডের মহাপরিচালক শায়খুলকোররা ক্বারী মাওলানা মোজ্জাম্মিল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ক্বারী বিলাল আহমদ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামিয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহ: মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতী মুহিব্বুল হক গাছবাড়ী।
বিশেষে অতিথির বক্তব্য রাখেন বোর্ডের সহকারী পরিচালক মাওলানা ক্বারী মুফতী সিকন্দর আলী, বোর্ডের শিক্ষাসচিব ও রানাপিং মাদ্রাসার মুহতামিম মাওলানা ক্বারী যুবাইর আহমদ, প্রশিক্ষক ক্বারী হাফিজ মাওলানা দিলওয়ার হুসাইন, ইন্তেজামীয়া কমিটির সেক্রেটারী আলহাজ্ব সুয়েল আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, আব্দুল মজিদ, শেখ মোহাম্মদ মঈন উদ্দিন, মোহাম্মদ মঈন উদ্দিন, বুরহান উদ্দিন, দফতর সম্পাদক মাওলানা ক্বারী মনজুরুর রহমান চৌধুরী, বোর্ডের শিক্ষক মাওলানা হাফিজ ইকরামুল হক জুনাইদ, মাওলানা ক্বারী সিফাত উল্লাহ, মাওলানা ক্বারী ছাইদুর রহমান, মাওলানা হাফিজ সামছুজ্জামান, মাওলানা ক্বারী আব্দুর রাজ্জাক, মাওলানা ক্বারী আব্দুল ওয়াদুদ প্রমুখ। বিজ্ঞপ্তি

১২৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।