কুলাউড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার কাদিপুরস্থ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি মো. গোলাম আপছার বলেন, তায়েফের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, তায়েফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় থানায় দায়ের হওয়া মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়িতে এলে গোপন তথ্যের ভিত্তিতে থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই সুজন তালুকদার ও এএসআই আবু তাহেরসহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।