raising sylhet
ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৬, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কুলাউড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। সোমবার (২৫ নভেম্বর) রাতে তিনি ঝটিকা সফরে এ হাসপাতাল পরিদর্শন করেন।

হাসপাতালে চিকিৎসক সংকটসহ যে সকল সমস্যা রয়েছে সেগুলো দ্রুত লিখিত আকারে তার কাছে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের আহবান জানান।

এ সময় তিনি হাসপাতালের জরুরী বিভাগ, শিশু, গাইনী, মেডিসিনসহ হাসপাতালের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। এগুলোর পাশাপাশি হাসপাতালের ভিতর-বাইরে নোংরা পরিবেশ, ব্যবহার অনুপযোগী ওয়াশরুম-বাথরুম দেখে বেশ অসন্তোষ প্রকাশ করেন তিনি।

Advertisements

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জেরিন ও ছাত্র প্রতিনিধি ইব্রাহিম আলী প্রমুখ।

এ ছাড়া এদিন জেলা প্রশাসক ভূকশিমইল ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ভূকশিমইল ইউনিয়ন ভূমি অফিস, ভূকশিমইল দারুল উলুম দাখিল মাদ্রাসার উন্নয়নমূলক কাজ, ছকাপন মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ, ছকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ ও রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

৪৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।