
মৌলভীবাজার প্রতিনিধি ::আগাম জাতীয় নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসন কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে সংগঠনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও মৌলভীবাজার-২ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী।
উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে, এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মো. জাকির হোসেন,মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলামসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠকে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শাহেদ আলী বলেন,
“আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের সকল কার্যক্রম আরও গতিশীল করতে হবে। আমাদের তৎপরতা ও সুসংগঠিত কর্মকাণ্ডের মাধ্যমেই আমরা চূড়ান্ত সফলতার পথে অগ্রসর হবো, ইনশাআল্লাহ।”
বৈঠকে আসন্ন নির্বাচনে সাংগঠনিক কাজ ত্বরান্বিত করা, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।